২৯ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:০৬

প্রবেশপত্র না পাওয়া ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা হাই স্কুলের ২৯ জন এসএসসি পরীক্ষার্থীকে অবিলম্বে প্রবেশপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষ দূতের মাধ্যমে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের পক্ষে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন গিয়াস উদ্দিন আহমেদ ও মহিউদ্দিন মহিম।

আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও এই ২৯ পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পায়নি।

গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে অন্য পরীক্ষার্থীদের মতোই রওহা হাই স্কুলের ২৯ এসএসসি পরীক্ষার্থী ফি জমা দেয়। কিন্তু অন্যদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হলেও ২৯ পরীক্ষার্থীকে তা দেওয়া হয়নি। পরে পরীক্ষার্থীরা প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড পেতে স্কুলের প্রধান শিক্ষকের আছে লিখিত আবেদন করে। তাদের আবেদনের বিষয়টি প্রধান শিক্ষক সংশ্লিষ্ট বোর্ডকে জানালেও বোর্ড প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেয়নি। এরপর আইনি নোটিস দিয়ে বোর্ডের সাড়া না মেলায় পরীক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :