‘আমার বক্তব্য অন্যভাবে নেয়া হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:১৯ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:০৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে 'হোয়াইট হাউসকে উড়িয়ে দেয়ার' বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা।

গত শনিবার ওয়াশিংটন ডিসিতে ‘উইমেনস মার্চ’ নামে একটি বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্রের পপ সম্রাজ্ঞী ম্যাডোনা বলেছেন, হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার কথা অনেক ভেবেছি আমি।

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে ট্রাম্প সমর্থকরা। তাদের দাবি, এমন মন্তব্য যদি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে করা হতো তাহলে হট্টগোল বেঁধে যেত।

ম্যাডোনা এই বিষয়ে এখন বলছেন, তার বক্তব্যকে অন্যভাবে নেয়া হয়েছে।

গতকাল রবিবার রাতে ইনস্টাগ্রামের একটি পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘আমি সহিংস নই এবং সহিংসতাকে উসকে দেইনি। এটা গুরুত্বপূর্ণ যে মানুষ আমার কথা শুনেছে এবং বুঝেছে। তারা কেউ এর আমার একটি বাক্যও অন্যভাবে নেয়নি।’

তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন প্রসঙ্গটি দুটি উপায়ে প্রতিক্রিয়া দেখানো যায়। একটি আশা, অন্যটি ক্ষোভ। তিনি বলেছেন, তিনি ‘ভালোবাসার বিপ্লব’ শুরু করতে চান।

২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরদিন ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরসহ বিশ্বের অনেক দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। ওয়াশিংটন ডিসিতে এমনি এক বিক্ষোভে যোগ দিয়েছিলেন ম্যাডোনা।

অনেক গণমাধ্যম ম্যাডোনার বক্তব্য সরাসরি সম্প্রচার করে। তবে অনেকেই তার বক্তব্যের বেশ কিছু অংশ বাদ দিয়ে গেছেন।

ম্যাডোনায় তার বক্তৃতায় বলেছিলেন, আমি ক্ষুব্ধ। হ্যাঁ আমি বিক্ষুব্ধ। হ্যাঁ, হোয়াইট হাউজটিকে উড়িয়ে দেয়ার কথা ভেবেছি অনেকবার। কিন্তু আমি জানি, তাতে কোনো পরিবর্তন আসবে না। আমরা বেপরোয়া হয়ে উঠতে পারি না। কবি ডব্লিউ এইট অডেন একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমনটা লিখেছিলেন ‘আমাদেরকে অবশ্যই একজন অন্যজনকে ভালবাসতে হবে আর না হয় মরে যেতে হবে’। আমি ভালবাসাকে বেছে নিয়েছি। আপনারা কি আমার সঙ্গে আছেন?

ম্যাডোনার বক্তব্যের প্রতিক্রিয়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস ফক্স নিউজকে বলেছেন, একজন সংগীতশিল্পী বলেছেন, তিনি হোয়াইট হাউস উড়িয়ে দিতে চান। কল্পনা করতে পারেন প্রেসিডেন্ট ওবামা সম্পর্কে এমন মন্তব্য করা যেত?

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :