হতাশ হবেন না, বুকে বল রাখুন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:২৬ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ২০:২২
ফাইল ছবি

দলের নেতা-কর্মীদেরকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হতাশাই শেষ কথা নয়। কখনো হতাশ হবেন না। বুকে বল নিয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বিজয় অর্জন করতে হবে।’

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের আন্দোলন ব্যর্থ হওয়ার এক বছর পর সরকার পতনের আন্দোলনে নেমেও খালি হাতে ঘরে ফিরে বিএনপি। এরপর থেকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

দলের নেতা-কর্মীদেরকে ফখরুল বলেন, ‘আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি লড়াই করছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য। আসুন আমরা সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাই।’

নির্বাচন কমিশনে নিয়োগ নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে বিতর্কিত করতে চায় বলে অভিযোগ করেছেন ফখরুল। তিনি বলেন, ক্ষমতাসীন দল জানে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এ জন্যই তারা নির্বাচন কমিশনে নিজেদের লোক চায়।

বিএনপি নেতা, ‘মহামান্য রাষ্ট্রপতিকে তারা বিতর্কিত করতে চায়। দুঃখ হয় যখন তাদের শীর্ষ নেতারা এ সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা বলেন। যার কোনো ভিত্তি নেই।’

নির্বাচন কমিশন বিষয়ে রাষ্ট্রপতিকে বিএনপির পক্ষ থেকে দেয়া প্রস্তাবের বিষয়ে ফখরুল বলেন, বেগম জিয়া এমন একটি নির্বাচন কমিশনের কথা বলেছেন, যারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। এবং দেশে যে বিভাজন আছে অনৈক্য আছে সেটা দূর করে একটা ঐক্য সৃষ্টি করতে পারবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’

খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাবের ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি করে ফখরুল বলেন, ‘আমরা ধন্যবাদ দেব মহামান্য রাষ্ট্রপতিকে। তিনি সেই ডাকে সাড়া দিয়ে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন।’

মির্জা ফখরুল তার বক্তব্যে জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। নেতাকর্মীদের জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এমএবি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :