ম্যাচ হারের দায় আমার: তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ২২:০৯

মুশফিকুর রহিম ইনজুরির কারণে ক্রাইস্টচার্চ টেস্টে না থাকায় এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ম্যাচটিতে নয় উইকেটে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ তামিম। দুই ইনিংসে তার রান সংখ্যা যথাক্রমে ৫ ও ৮।

সোমবার ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, এই ম্যাচে আমি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি। দল হেরে গেছে। পুরো দায়টা আমারই। ব্যাট হাতে আমার ভালো খেলা উচিৎ ছিল। আমি কন্ডিশনকে দোষারোপ করব না। আমাদের শেষটা ভালো হয়নি। ভালো পজিশনে থেকেও আমরা ম্যাচগুলোতে হেরে গেছি।

তিনি আরও বলেন, ম্যাচ হেরে যাওয়ায় আমি হতাশ। ব্যক্তিগতভাবে আমি ভালো করতে পারিনি। দল আমার কাছে যা চেয়েছিলো আমি তা দিতে পারিনি। ওদের বোলারদের ভালোভাবে খেলতে পারলেও আমি বড় স্কোর করিনি। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে।

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর সবক’টিতেই হেরেছে টাইগাররা। ক্রাইস্টচার্চ টেস্টের মাধ্যমেই বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শেষ হয়েছে। টাইগারদের পরবর্তী মিশন ভারত সফর।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :