ছন্দে আনন্দে সৌম্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০৯:১০ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ০৮:৩২
ছবি: সৌম্য সরকার।

সৌম্যর ছন্দে ফেরাটা বাংলাদেশ দল খুব করে চেয়েছিল। সৌম্যর কাছ থেকে সেটা শতভাগ না পেলেও ছিটেফোঁটা মিলেছে। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে এক ওডিআই, তিন টি-টোয়েন্টি আর এক টেস্ট খেলার সুযোগ পায় সৌম্য সরকার।

পাঁচ ম্যাচ থেকে ঝুলিতে পুরেছেন ২০৪ রান। তবে শেষটা তাঁর খারাপ হয়নি। সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৮৬ আর দ্বিতীয় ইনিংসে করেন ৩৬ রান।

এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৬ বলে ৩৯ রান করেন সৌম্য। ব্যাট হাতে ২৮ বলে ৬ চারে দলকে ৪২ রান উপহার দিয়েছিলেন সৌম্য।

এমন নৈপুণ্যে সৌম্যর আনন্দটা হতেই পারে, তবে তৃপ্তির ঢেকুরটা শতভাগ গিলতে পারেননি এই টাইগার ওপেনরা।

‘ওপেনিংয়ে খেলতেই আমার ভালো লাগে। ইমরুল ভাই ও তামিম ভাই বাংলাদেশের হয়ে অনেক ভালো করছেন। কাজেই আমার সুযোগটা ছিল না। তবে আশায় ছিলাম, যখন সুযোগ পাব, নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। ইমরুল ভাইয়ের ইনজুরিতে সেই সুযোগটা পেয়েছি। চেয়েছি সুযোগটা কাজে লাগাতে। তবে আগের চেয়ে কিছুটা ভালো লাগছে।’

সাদা পোশাকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪ ম্যাচে ২২৯ রান করেছেন সৌম্য। ব্যাটিং গড় ৩২.৭১। সর্বোচ্চ রান ৮৬। পাশাপাশি ১২৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :