মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:১৩ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১০:১৬

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে পুলিশ। ১৩ ও ১৯ জানুয়ারির মধ্যে কুয়ালালামপুর ও সাবাহ প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন নারী আছেন। তারা আইএসে যোগ দিতে যাচ্ছিল বলে দেশটির পুলিশের দাবি। খবর সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের।

আটক বাকি দুইজন ফিলিপাইন এবং মালয়েশিয়ার নাগরিক। তাদের নামপরিচয় ও ছবি প্রকাশ করেনি পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, আটকরা ইসলামিক স্টেটে যোগ দিতে যাচ্ছিল। ওই জঙ্গি গ্রুপটির প্রধানের নাম মাহমুদ আহমাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি আরও জানান, ওই গ্রুপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার থেকে কর্মী সংগ্রহ করে সাবাহ প্রদেশকে ব্যবহারের পরিকল্পনা করছিল।

চারজনের মধ্যে ফিলিপাইন ও মালয়েশিয়ার ওই নারীকে ১৩ জানুয়ারি সাবাহ প্রদেশ থেকে আটক করা হয়। স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই দুইজন বিয়ের পরিকল্পনা করেছিল। তারা অন্যদের জঙ্গি গ্রুপে টানতে উৎসাহিত করছিল।

এছাড়া গত ১৯ জানুয়ারি কুয়ালালামপুর থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয় বলে আবু বকর জানান। তাদের বয়স ২৭ থেকে ২৮ বছরের মধ্যে হবে। দু’জনই বিক্রয়কর্মী। তারা আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বলে দেশটির পুলিশ জানায়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :