কালকিনিতে ইয়াবাসহ দুই চোরাকারবারি আটক
মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে ১০০শ পিস ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। তারা হলেন চাঁন মিয়া কাজী ও বাবু সরদার।
মঙ্গলবার সকালে উপজেলার সিডিখান এলাকার মিয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক চাঁন মিয়া আন্ডারচর গ্রামের আনোয়ার কাজীর ছেলে এবং বাবু সরদার একই এলাকার শাহআলম সরদারের ছেলে। তাদের বিরুদ্ধে কালকিনি থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কালকিনি থানার উপপরিদর্শক সঞ্জয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মিয়ারহাট বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ। পরে তাদের মাদারীপুর জেলা কারাগারে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনীটি।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন