শাহরুখকে দেখতে গিয়ে ভক্তের মৃত্যু

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪

‘রইস’ ছবির প্রচারণার ব্যস্ত রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সোমবার এই ছবির প্রচারে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ট্রেন সফর করলেন তিনি। সঙ্গে ছিলেন ছবির পরিচালক রাহুল ঢোলকিয়া ও প্রযোজক রীতেশ সিধওয়ানি। কিন্তু সে সফর খুব একটা সুখের হল না। নায়ককে এক ঝলক চোখের দেখা দেখতে গিয়ে প্রাণ হারালেন এক ভক্ত। মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে ভদোদরা স্টেশনে থামেন শাহরুখ। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃত ব্যক্তির নাম ফরিদ খান পাঠান।

ভদোদরা স্টেশনে শাহরুখ ট্রেন থেকে না নেমে লাউড স্পিকারের মাধ্যমে ভক্তদের কাছে আর্জি রাখেন, তারা যেন তাঁর ছবিটি দেখতে অবশ্যই হলে যান। সে সময় শাহরুখকে দেখে আপ্লুত জনতা তাকে ছোঁয়ার চেষ্টা করেন। তখনই ভিড়ের মধ্যে মানুষের পায়ের চাপে পড়ে মৃত্যু হয় ঐ ভক্তের।

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অচেতন হয়ে প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পর পদপিষ্ট হয়ে শ্বাসরুদ্ধ হয়ে যায় ফরিদ খানের। আর তাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। বহু মানুষ আহত হন। আহতের তালিকায় রয়েছেন দুইজন পুলিশকর্মীও। পরে ভিড় ফাঁকা করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :