সিপিডির তথ্য হাস্যকর: অর্থমন্ত্রী

নিজম্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৬ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:০৩

বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয় জানিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যে তথ্য দিয়েছে তাকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ‘দিস ইজ অ্যাবসার্ড।’

মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

গত ৭ জানুয়ারি সিপিডি এক আলোচনা সভায় বলেছে, ‘বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে চলতি অর্থবছরও ৪০ হাজার কোটি টাকার মতো রাজস্ব ঘাটতি থাকবে ।’

সিপিডির এমন বক্তব্য নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বিষয়টিকে উড়িয়ে দেন। বলেন, ‘দিস ইজ অ্যাবসার্ড। এর আগে কখনো এমনটি হয়নি।

তিনি বলেন, রাজস্ব আদায়ের পরিমাণ ভালো। সবচেয়ে আশার কথা হলো-তরুণদের কর দেয়ার পরিমাণ দিন দিন বাড়ছে।

ভ্যাটের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আই অ্যাম স্ট্রিক্ট মাই ডিসিসন। ব্যবসায়ীদের ১৫ শতাংশই ভ্যাট দিতে হবে। তাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। পরে বিষয়টি নিয়ে চিন্তা করা যাবে।’

ব্যবসায়ীদের দাবি ছিল ভ্যাট সাত শতাংশ করা হোক। কিন্তু মন্ত্রী তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত থেকে ফিরবো না। নতুন ভ্যাট আইন ২০১৭ সালের জুলাই থেকেই ইফেকটিভ হবে।’

ভ্যাট নিয়ে আলোচনা চলমান রয়েছে জানিয়ে বলেন, ‘আমি ফার্স্ট রাউন্ড আলোচনা শেষ করেছি। আলোচনা আরও দরকার আছে। সিদ্ধান্ত নিতে নিতে আগামী বাজেট এসে যাবে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমএম/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :