শেখ হাসিনা কেন রাষ্ট্রনায়ক, ব্যাখ্যা কাদেরের

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:২০ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন রাষ্টনায়ক বলা হয়, তার ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনাকে কেন আমরা রাষ্ট্রনায়ক বলি। সি ইজ মোর দ্যান পলিটিশিয়ান। কারণ রাজনীতিবিদ ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে, আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে।’

মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের পুনর্মিলনীতে এ কথা বলেন তিনি। এর আগে ১৯৭৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচয় করিয়ে দেন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পঁচাত্তরের পর গত ৪১ বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজনীতিকের নাম শেখ হাসিনা- এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের মঞ্চের সামনে উপস্থিত হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীর উদ্দেশে জানতে চান, ‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন কে?’ এ সময় সমস্বরে নেতাকর্মীরা বলেন- শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে প্রশংসিত নেতা শেখ হাসিনা। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট গ্রোথে ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও মিশরকে পেছনে ফেলে অনেক এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর পেছনের কারিগর শেখ হাসিনা। সারা বিশ্বের বিস্ময় এখন বাংলাদেশ।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনটির সাবেক এই সভাপতি বলেন, দেশে এত উন্নয়ন, এত অর্জন- দুই-একটি ঘটনায় এটা যেন ম্লান না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সারা বছরের কোনো অর্জন ও উন্নয়ন এক দিনে ম্লান হতে দেব না।’

ছাত্রলীগের পুনর্মিলনীর এই সমাবেশে কোনো ব্যানার-ফেস্টুন না থাকায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগ পরিবর্তনের ধারা চালু করেছে। তাদের ধন্যবাদ। আজকে এখানে কোনো ব্যানার-ফেস্টুন নেই, এটাই পরিবর্তন ‘

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :