শুক্র শনিবার ছাড়া কর্মসূচি দেবে না ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:১১

এখন থেকে সপ্তাহের শুক্র ও শনিবার ছাড়া আর কোনো সভা, সমাবেশ ও র‌্যালি করবে না বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন এ ঘোষণা দেন।

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির কারণে রাজধানীতে তীব্র যানজট হয়। এ ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমালোচনা করেন। ছুটির দিনে সভা সমাবেশ করার পরামর্শ দেন তিনি। এরপর আজ পুনর্মিলনী সভায় সংগঠটি সপ্তাহের দুইদিন (শুক্র ও শনিবার) ছাড়া বাকি দিনগুলোতে কোনো কর্মসূচি না দেয়ার কথা জানায়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘যানজটের কথা বিবেচনা করে ছাত্রলীগ এখন থেকে শুক্র ও শনিবার ছাড়া আর কোনো কর্মসূচি দেবে না। এই দুইদিন বাদে সপ্তাহের অন্যদিনগুলোতে কোনো সভা, সমাবেশ ও র‌্যালি করা হবে বলে ঘোষণা দেন তিনি।

৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এই পুনর্মিলনী।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :