রাষ্ট্রপতির উদ্যোগকে বিতর্কিত করেছে আ.লীগ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫১ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:১৭

নানা বক্তব্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‍

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সবার মধ্যে বিশ্বাস জন্মেছিল, রাষ্ট্রপতি এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন, যেটির প্রতি জনগণের আস্থা থাকবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনোই সুস্থ অবস্থায় ক্ষমতায় থাকতে পারে না। রাষ্ট্রপতির উদ্যোগকে তারা ইতোমধ্যে বিতর্কিত করেছে। বিতর্কিত করার জন্যই তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে।’

নিরপেক্ষ কমিশন গঠিত না হলে জনগণ তা মেনে নেবে না এমন হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।’

কোকোর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জিয়া পরিবারকে ধ্বংসের নীলনকশা করছে সরকার।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের অনেক নেতাকর্মী গুম, খুন, ক্রসফায়ারে নিহত হয়েছেন। এর কারণ আজকে আমাদের ওপর একটি সরকার জগদ্দলের মতো, পাথরের মতো বসে আছে। যেখানে আমাদের কথা বলার অধিকার নেই।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এক-এগারোর কুশীলবদের আমরা বিচার চেয়েছিলাম, বিচার হয়নি, হবেও না। কারণ সেই এক-এগারোর ফলই ভোগ করছে আজকের আওয়ামী লীগ। আমাদের এই জাল ছিঁড়ে করে বেরিয়ে আসতে হবে।’

পরে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :