সিরাজগঞ্জে হেলপার ও সুপারভাইজারের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৭

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসের শ্যামলী পরিবহনের একটি বাসের হেলপার ও সুপারভাইজারকে যাবজ্জীবন এবং অস্ত্র আইনে তাদেরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর থানার সাহেবনগর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে বাসের সুপারভাইজার খোকন মিয়া (৪০) ও মেহেরপুর জেলার গাংনী গ্রামের সেকেন্দার হোসেনের ছেলে বাস হেলপার সবুজ হোসেন (৩০)।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১১ সালের ১০ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-১৪৩১) গতিরোধ করে তল্লাশি চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় বাসের ৩নং সিটের পিছন থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), দুটি ১২ বোরের শর্টগানের গুলি (কার্তুজ) ও ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের হেলপার সবুজ ও সুপারভাইজার খোকনকে আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে অস্ত্র ও হেরোইন নিজেদের বলে তারা স্বীকার করে। পরে এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি নুরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারায় তাদের আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক মঙ্গলবার বিকালে এ রায় প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :