আ.লীগে যোগ দেয়ার দুই ঘণ্টায় বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:০৩ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:০০

মঙ্গলবার দুপুরের দিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর হাতে নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সহিদুজ্জামান। এমন খবর গণমাধ্যমে আসার দুই ঘণ্টার মাথায় সহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খানসামা উপজেলা বিএনপির সভাপতি সহিদুজ্জামানকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে দুপুরে পাকেরহাটে এক অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দেন সহিদুজ্জামান। তার সঙ্গে আরো ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যসহ বিএনপির বিভিন্ন স্তর ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

আওয়ামী লীগে যোগদানের বিষয়ে সহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, “রাজনীতি করি এলাকার উন্নয়ন ও মানুষের সেবার জন্য। কিন্তু বিরোধী দলে থেকে এলাকার উন্নয়নে কাজ করা সম্ভব নয়। এলাকার উন্নয়নের স্বার্থেই সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :