ঠাকুরগাঁওয়ে জাল ডলার চক্রের দুই সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ২১:৩১

ঠাকুরগাঁওয়ে জাল ডলার ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ঠাকুরগাঁও জেলা যুগ্ম দায়রা জজ আদালত। বিচারক মো. তাজুল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মুক্তারউলকে (৩৬) সাত বছরের কারাদণ্ড এবং জুলফিকার আলীকে (৩৫) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া এই দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন।

রাষ্ট্রপক্ষে এ মামলা শুনানি করেন মোজাফফার আহমেদ মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শেখ ফরিদ আহমেদ।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার পাঁচ নম্বর কিসমত সৈয়দপুর ইউনিয়নের ভুরভুষিখালি বাজার এলাকা থেকে জাল ডলারসহ এ দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৯৩টি বিভিন্ন মূল্যমানের জাল ডলার উদ্ধার করা হয়। ওই দিনই জাল ডলার রাখার দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মামলাটিতে অভিযোগপত্র দেয় পীরগঞ্জ থানা। এছাড়া ডলারগুলো জাল কি না সে বিষয়ে পুলিশের সিআইডি বিভাগ দিয়ে ফরেন্সিক তদন্ত করা হয়। সিআইডির পক্ষ থেকে অভিযোগপত্র দেয় ২০১৬ সালের ১০ মে। এ মামলায় অভিযোগ গঠন করা হয় গত বছরের ২৭ অক্টোবর। এ মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :