মির্জাপুরে কম্পিউটার প্রশিক্ষণ শেষে শিক্ষকদের সার্টিফিকেট বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ২২:২৩

টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা জানান, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস রুম পরিচালনার করবেন লক্ষে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আইসিটি ট্রেনিং সেন্টারে ১৪ দিনব্যাপী নবম ও দশম ব্যাচে প্রশিক্ষণ নেয়া মোট ৪৮ শিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :