পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী হালদৌড়

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৭, ২৩:২০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হালদৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া মেলা প্রাঙন সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা হয়। পোড়াবাড়িয়াবাসীর এ খেলার আয়োজন করে।

এতে উপজেলার বিভিন্ন এলাকার ১৩জোড়া গরু নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতারা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু।

এসময় উপস্থিত ছিলেন নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম খোকন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজ উদ্দিন, সাবেক সদস্য ইংরাজ মিয়া ও আয়োজক মো. রুবেল মিয়া প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জন করেন উপজেলার নারান্দী নূরপুর গ্রামের শাহান শাহ ও দ্বিতীয় হন বিশুহাটি গ্রামের গোলাপ মেম্বার ও তৃতীয় হন তালদর্শী গ্রামের মো.সুমন মিয়া।

১ম ও ২য় স্থান অর্জনকারীরা পুরস্কার হিসেবে রঙিন টেলিভিশন ও তৃতীয় স্থান অর্জনকারী মোবাইল সেট লাভ পেয়েছেন।

হালদৌড় প্রতিযোগিতা উপভোগ করেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো লোকজন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :