কিশোরগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৭, ১৫:৩০

কিশোরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা হয়েছে। সভায় এবার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে একুশের বই মেলা ৭ দিনব্যাপী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.জহিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আসাদ উল্লাহ প্রমুখ।

সভায় কিশোরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয় ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :