অবসরপ্রাপ্ত আনসারের কোপে দুই নারী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২০:০৮ | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৭, ২০:০৬

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একজন অবসপ্রাপ্ত আনসার সদস্যের ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই তার স্বজন।

এ ঘটনায় শফিক মিয়া (৬০) নামের ওই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগে ভুগছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘরগাঁও গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী নজরুন বেগম (৫৫) ও শামছুল হকের স্ত্রী সায়রা বেগম (৪৫)।

আহতরা হলেন- নেছারুন বেগম (৬০), শফিক মিয়ার মেয়ে সুমি বেগম (৩০) ও তানিয়া বেগম (৩৩)। তাদের মধ্যে তানিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শফিক মিয়ার ভাতিজা শিপন মিয়া ঢাকাটাইমসকে জানান, চাচা শফিক মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ধারালো একটি চাকু দিয়ে কুপিয়ে একই পরিবারের তার ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েসহ পাঁচজনকে আহত করেন।

পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) শ্যামল ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিক মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/ইএস/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :