শাহরাস্তিতে পল্লী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৭, ১৩:৫৩
অ- অ+

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আনোয়ার উল্যাহ মিয়াজী নামে এক বৃদ্ধ পল্লী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিচোঁ বাজারের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার উল্যাহ বানিচোঁ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বানিচোঁ এলাকার ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আনোয়ারের স্ত্রী নেই। দুই ছেলে চাকরি করেন। তিনি বাজারের সাথে ছোট একটি ঘরে একাই ঘুমাতেন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তার গলাকেটে লাশ ঘরের বাইরে ফেলে চলে যায়। ভোরে মানুষ নামাজ পড়ে যাওয়ার সময় তার লাশ দেখতে পায়।

মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনাটি জানার পর শাহরাস্তি থানায় সংবাদ দেয়া হয়। সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শাহরাস্তি থানার উপ-পরিদর্শক মান্নান জানান, নিহত আনোয়ার উল্যাহর ধারালো অস্ত্র দিয়ে গলাকাটার দাগ রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদেরও আটকের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে জেলের জালে বিশাল জাবা ভোলা, ৩ লাখে বিক্রি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৬
ছাত্র-জনতার ওপর হামলা: আ.লীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
আ.লীগের চেয়ে ভালোভাবে দেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা