মেহেরপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৬:৪৭ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০১৭, ১৬:২৮

‘দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। চাকরিজীবী, কুলি, কৃষক আর শ্রমজীবী মানুষ নয়- সকলেই পাচ্ছে দেশের ডিজিটাল উদ্ভাবনীর সেবা।’

সরকারের এ সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরো ব্যাপক আকারে প্রচার করতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজিত অনুষ্ঠানে কথাগুলো বলেন বক্তারা।

শুক্রবার সকাল ১০টার দিকে সামসুজ্জোহা পার্কে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। জেলা প্রশাসক পরিমল সিংহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি হাজি আসকার আলী ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী শামীম আরা হীরা।

মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় ৪৭টি স্টল বসানো হয়। মেলায় আগতদের নিজ নিজ দপ্তরের বিভিন্ন সেবা প্রদান করছেন এবং সেবা পাওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :