শ্রদ্ধা-ভালবাসায় চিরনিদ্রায় শায়িত ভাষা সৈনিক মির্জা তানু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ০৯:১৫

দিনাজপুরে অগনিত মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন একাত্তরের মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সংগঠক, ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু।

শুক্রবার বিকালে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাবু চিত্ত ঘোষ, দিনাজপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এর পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমামের নেতৃত্বে একটি চৌকষ পুলিশ দল মরহুম তানুকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী ও সদর উপজেলা কমান্ডার লোকমান হাকিম উপস্থিত ছিলেন।

পরে গোর-এ শহীদ বড় ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মরহুমের একমাত্র পুত্র মির্জা আনাতুল ইসলাম তার পিতার জন্য সকলের কাছে দোয়া চান। সোনাপীর গোরস্থানে বীরমুক্তিযোদ্ধা মির্জা আনোয়ারুল ইসলাম তানুকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজায় দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্টসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার বাদ আছর মরহুমের কালিতলাস্থ নিজ বাসভবনে দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে।

মির্জা আনোয়ারুল ইসলাম তানু ২৫ জানুয়ারি বুধবার দুপুর ১টায় দিনাজপুর শহরের কালিতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :