নেত্রকোণায় আখেরি মোনাজাতে শেষ হলো জেলা ইজতেমা

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ১৪:২২

লাখো মুসল্লির আখেরি মোনাজাতে মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্যদিয়ে শেষ হলো প্রথমবারের মত অনুষ্ঠিত তিন দিনব্যাপী নেত্রকোণা জেলা ইজতেমা।

ইজতেমার শেষ দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোনাজাত পরিচালনা করেন- ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা মোহাম্মদ হোসাইন।

শহরের গজিনপুর এলাকায় মার্কাস মসজিদ সংলগ্ন খোলা জায়গায় অনুষ্ঠিত এই ইজতেমায় মুসল্লিদের সাথে যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মুশফিকুর রহমান মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। তারা পাপ থেকে মুক্তির জন্য আকুতি-মিনতি করেছেন। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ইজতেমায় আল্লাহর নৈকট্য লাভের আশায় জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান এবং বিদেশি মুসল্লিরা অংশ নিয়ে আম বয়ান শুনেছেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :