চুয়াডাঙ্গায় ১০ মাদক বিক্রেতাকে কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:০৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত ১০ মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন।

শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০ মাদক বিক্রেতাকে প্রায় ছয় কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে তাদের জেল দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নান(২৬), আজম (৩৫), চুয়াডাঙ্গা বেলগাছী গ্রামের জুবায়ের (৩৫), আলমডাঙ্গা কোর্টপাড়ার রিয়াজ (২৭), মামুন (৩০), কুষ্টিয়া জগতির আজাদ (৩৫), শামিম(৩৫), রুবেল (২৫), আলমডাঙ্গার নান্দবারের রবিউল ইসলাম (৩৫), মিরপুর পোড়াদাহর টুটুল (২৫), ও মোড়ভাঙ্গা গ্রামের রুবেল (২৫)।

পুলিশ জানায়, আলমডাঙ্গা পৌর এলাকার রেলস্টেশনে শহরের বিভিন্ন এলাকা থেকে এসে পাইকারী ও খুচরা মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল। এমন খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান আলমডাঙ্গা থানার বিক্রয় করা কালে তাদেরকে আটক করেন।

আটকের পর মামুনের কাছ থেকে ১ কেজি এবং বাকি ৯ জনের নিকট থেকে ৪শ ৫শ গ্রাম করে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে রেলস্টেশনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামুনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও বাকি ৯জনকে ৬মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :