বিদ্যা নিকেতনের দশ বছর পূর্তি উৎসবে মেয়র আইভী

যা কিছু ভালো তার পক্ষে থাকতে হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ২৩:৩৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য যা কিছু ভালো তার পক্ষে থাকতে হবে। শিক্ষাঙ্গন ও নিজেদের বাড়ির চারপাশের পরিবেশও পরিছন্ন রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে পরিবারে ছেলে মেয়ে কোনো বৈষম্য নাই। প্রতিটি মেয়েশিশুকে লেখাপড়া শিখিয়ে আগে তাকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে অভিভাবকদের।

শনিবার সন্ধ্যায় নগরীর পশ্চিম দেওভোগের ভূইয়ারবাগ এলাকায় বিদ্যা নিকেতন হাই স্কুলের দশ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী উৎসবের দ্বিতীয় দিনে স্মৃতিচারণ পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।

মেয়র বলেন, ভূইয়ারবাগ এলাকায় আগে কোনো স্কুল ছিল না। বিদ্যা নিকেতন প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকাবাসী উপকৃত হয়েছেন। এই স্কুল এক সময় শুধু নারায়ণগঞ্জ নয়, সারা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সে জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাইকে সচেষ্ট হতে হবে।

কাশেম হুমায়ূন বলেন, দশ বছর আগে স্কুলটির প্রতিষ্ঠালগ্নে তৎকালীন পৌর মেয়র আইভী বালু ভরাট, পরবর্তীতে ১০ লাখ টাকা অনুদান দিয়ে সহায়তা করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠানের অব্যাহত সহায়তায় স্কুলটি আজ এই পর্যায়ে এসেছে।

পরে ব্যান্ডশো ও আতশবাজি ফোটানো হয়। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :