‘কাঙ্ক্ষিত নির্বাচন কমিশনের খোঁজ পাওয়া সহজ হবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১২:৪১ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ০৮:২৪

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ধারাবাহিকতায় গঠিত সার্চ কমিটির সদস্যরা সোমবার দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। উদ্দেশ্য ২০১৯ সালের একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা। কিন্তু নিমন্ত্রণ পাওয়া বিশিষ্টজনেরা নিজেরাই মনে করছেন, কাঙ্ক্ষিত ‘নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য’ নির্বাচন কমিশনারের খোঁজ পাওয়া মোটেও সহজ কাজ হবে না।

তারা বলছেন, বাংলাদেশের মতো রাজনীতিপ্রবণ রাষ্ট্রে সবার কাছে নিরপেক্ষ হিসেবে পরিচিত এবং গ্রহণযোগ্য মানুষের খোঁজ মেলা বেশ কঠিন কাজ হবে। ইতিহাস ও রাজনৈতিক ধারার পরিপ্রেক্ষিতে প্রকৃত অর্থে নিরপেক্ষ হওয়াও সহজ নয় বলে তারা মন্তব্য করেন।

সার্চ কমিটির নিমন্ত্রণ পাওয়া ১২ জন বিশিষ্ট নাগরিক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, এস এম এ ফায়েজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসেন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও আবুল কাসেম ফজলুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশিদ।

সোমবার অনুষ্ঠিতব্য সার্চ কমিটির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের বৈঠক নিয়ে কথা হয় স্থানীয় সরকার ও জনপ্রশাসন বিশেষজ্ঞ, সাবেক সচিব তোফায়েল আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। তবে ডাকলে অবশ্যই গিয়ে কথা বলবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ঢাকাটাইমসকে বলেন, ‘চিঠি দেখেই বলতে পারবো কোন বিষয়ে তারা আমাদের পরামর্শ চান। এর আগে এ বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না।’

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমার বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে, তা আমি বৈঠকে তুলে ধরবো। মনে হচ্ছে সার্চ কমিটির আন্তরিকতার অভাব নেই। অনেক কিছু নির্ভর করবে সরকারের ওপর। এখন সরকারকেও আন্তরিক হতে হবে।’

সুজন সম্পাদক বলেন, ‘শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করলেই হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ের সরকারের ভূমিকা নিয়েও সেখানে কথা বলবো।’

সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘সার্চ কমিটি যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসীয়। এটা নিয়ে নতুন করে কিছু বলার কিছু নেই। তারা আমাদের কাছে কী ধরনের পরামর্শ চায় সেটা আগে আমাদের জানতে হবে। তারপর আমরা এ বিষয়ে বলতে পারবো।’

সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ঢাকাটাইমসকে বলেন, ‘সৎ, যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তি নির্বাচন করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কিন্তু তারপরও আশা করি আমরা পারবো।’

তিনি আরও বলেন, ‘সার্চ কমিটি আমার পরামর্শ চাইলে দেব। চিঠি পেলে আমরা যাবো সেখানে’।

সবশেষ ২০১২ সালে কাজী রকিবউদ্দীন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের আগেও তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সার্চ কমিটি গঠন করেছিলেন। আর এই কমিটির সুপারিশের ভিত্তিতেই গঠন করা হয় এই কমিশন। তবে তখন সার্চ কমিটিতে কারা আছেন সে বিষয়ে আগে থেকে জানাজানি হয়নি।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/টিএ/এসএএফ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

উইমেন্স ওয়ার্ল্ড: স্পর্শকাতর ভিডিও পর্নোগ্রাফিতে গেছে কি না খুঁজছে পুলিশ

জাবির হলে স্বামীকে বেঁধে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণ, কোথায় আটকে আছে তদন্ত?

নাথান বমের স্ত্রী কোথায়

চালের বস্তায় জাত-দাম লিখতে গড়িমসি

গুলিস্তান আন্ডারপাসে অপরিকল্পিত পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে 

সিদ্ধেশ্বরীতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: তিন মাস পেরিয়ে গেলেও অন্ধকারে পুলিশ

রং মাখানো তুলি কাগজ ছুঁলেই হয়ে উঠছে একেকটা তিমিরবিনাশি গল্প

ঈদের আনন্দ ছোঁয়নি তাদের, নেই বাড়ি ফেরার তাড়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :