নাটোরে সংযোগসড়কহীন সেতু, ঝুঁকি নিয়ে পারাপার

সাইফুল ইসলাম, নাটোর
| আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:৩৫ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:১৫

নাটোরের সিংড়ায় (তাড়াশ-বারুহাস রাস্তা সংলগ্ন) ডাহিয়া ইউনিয়নের আয়েশ প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার খালের ওপর সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে চার মাস আগে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ সয়ে ‘বাঁশের সাঁকো’ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতু পারাপার হচ্ছে শিশু-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তাড়াশ-বারুহাস রাস্তা সংলগ্ন আয়েশ প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার খালের ওপর ৩২ লাখ ৫২ হাজার ৫৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পূর্বাঞ্চল নাটোর।

বৃহস্পতিবার সরোজমিনে দেখা গেছে, সেতুর দুই প্রান্তে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের লোকজন।

স্থানীয় কৃষক মাসুদ রানা জানান, প্রায় চার মাস আগে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়। কিন্তু সংযোগসড়ক নির্মাণ না করেই ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা চলে যান। এরপর চলাচলের স্বার্থে এলাকাবাসী সেতুর দুই পাশে বাঁশের সাঁকো নির্মাণ করেন। এই সেতু দিয়ে প্রতিদিন আয়েশ প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ক্ষুদে শিক্ষার্থীদের সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। তাছাড়া এই সেতু পার হয়ে প্রতিদিন লোকজনকে সিংড়া, বিয়াস ও ডাহিয়া বাজারে যেতে হয়।

সিংড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, ইতোমধ্যে সেতুর দুই পাড়ে মাটি ভরাটের জন্য ওই ঠিকাদারকে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :