মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে বর্ণাঢ্য আয়োজন

মির্জাপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫

বর্ণাঢ্য শোভাযাত্রা, পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।

রবিবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ও প্রশাসন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পথ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান ও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম প্রমুখ।

এদিকে সকালে সদরের সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ম্যানেজিং কমিটির সভা আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খলিলুর রহমান।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :