যমুনা সার কারখানায় আবার উৎপাদন শুরু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ২০:১৮

দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনার সার কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ দিন বন্ধ থাকার পর রবিবার দুপুর থেকে আবার উৎপাদন শুরু হয়েছে। তবে দৈনিক এক হাজার সাড়ে সাতশ মেট্রিক টন উৎপাদনক্ষম কারখানাটিতে গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, ১৪ জানুয়ারি কারখানার ইউটিলিটি প্লান্টে লিকেজ এবং অ্যামুনিয়া প্লান্টের প্রাইমারি রি-ফরমার টিউবে ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। কারখানার প্রকৌশলীরা দীর্ঘ ১৫ দিনের চেষ্টায় ত্রুটি সারানোর পর রবিবার দুপুর থেকে আবার কারখানার উৎপাদন শুরু করা হয়েছে। তবে গ্যাসের চাপ কমে যাওয়া বর্তমানে শতকরা ৫০ ভাগ ইউরিয়া উৎপাদন সম্ভব হচ্ছে।

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অত্যাধুনিক উচ্চ প্রযুক্তির এই সার কারখানাটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত। আয়ুষ্কাল ২৫ বছর বেঁধে দিয়ে জাপানের মিটসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানাটি স্থাপন করে। এ আয়ষ্কাল অতিক্রান্ত হলেও চালু রয়েছে কারখানাটি।

কারখানার অন্যতম কাঁচামাল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস কোম্পানি। ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। ১৯৯২ সালের ১ জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে যায় কারখানাটিতে। এখানে দিনে এক হাজার সাতশ মেট্রিক টন ও বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের ক্ষমতা রয়েছে। পাশাপাশি দিনে এক হাজার ৭৮ মেট্রিক টন ও বছরে তিন লাখ ৫৫ হাজার ৭৪০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের ক্ষমতা রয়েছে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :