‘ইসি গঠন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছে বিএনপি’

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ২১:৪১

নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহ্বান জানিয়েছেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

রবিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিএনপি এই কমিটি নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলছেন। একজন বলছেন- এই কমিটির কাছ থেকেও ভালো কিছু পাওয়া যেতে পারে। আবার ওই দলের মহাসচিব বলছেন- আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। সাংবিধানিকভাবে এখানে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোনো সুযোগ নেই।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। তাঁর সিদ্ধান্তের ওপর কথা বলার এখতিয়ার কারো নেই।’

সুরঞ্জিত বলেন, ‘ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যে অনুসন্ধান কমিটি গঠন করেছেন তা সমগ্র জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে।

রাজনীতি করতে হলে বিএনপিকে সংবিধান পড়ে ও জেনে রাজনীতি করতে হবে।’ তিনি বলেন, ‘এখনো সুযোগ রয়েছে। যদি স্বচ্ছ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে তা অনুসন্ধান কমিটিকে জানাতে পারেন।’

জাতিসংঘকে বাংলাদেশের সাংবিধানিক বিষয়ে কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক বিষয়ে বিশ্বের কোনো দেশের কথা বলার সুযোগ নেই। আমাদের সাংবিধানিক বিষয়ে কথা বলে জাতিকে বিভ্রান্ত করা ঠিক হবে না।’

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :