চিরিরবন্দরে পত্রিকা বিক্রি করে ভালোই আছেন আনিছুর

মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর)
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ০৯:৫৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রথম সংবাদপত্র হকার আব্দুল গনি। তার ছেলে আনিছুর রহমানও বাবা পথেই হাঁটছেন। পত্রিকা বিক্রি করে আজ তারা স্বাবলম্বী।

উপজেলার নশরতপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা আনিসুর। জীবিকার তাগিদে বাবার পরে বেছে নিয়েছেন সংবাদপত্র বিক্রির কাজ। প্রতিদিন উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সংবাদপত্র বিক্রি করে তিনি সংসার চালান। অভাব-অনটনের সংসারে যখন তিনি জর্জরিত, তখনই সৈয়দপুরের সংবাদপত্র এজেন্ট আব্দুল মণ্ডলের সহযোগিতায় বেছে নেন বাবার পুরোনো ব্যবসা সংবাদপত্র বিক্রির কাজ। প্রথমে হেটে বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রি করলেও আনিছুর এখন সাইকেল যোগে উপজেলার বিভিন্ন স্থানে যথাসময়ে পাঠকের কাছে পৌঁছে দেন সংবাদপত্র।

চিরিরবন্দর হকার্স সদস্য মো. আনিছুর রহমান ঢাকাটাইমসের সাথে আলাপকালে এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করেন।

এক সময়ের বেকার যুবক আনিছুর হয়ে উঠেন জীবনসংগ্রামের একজন সফল সৈনিক। প্রতিদিন সকালে তাকে দেখা যায় সংবাদপত্র হাতে নিয়ে ছুটছেন গ্রাহকদের দ্বারে দ্বারে। নয় বছরের বেশি সময় ধরে পেপার বিক্রি করছেন আনিছুর। সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আনিছুর যে মহৎ কাজটি করছেন তা শুধু নিজের জন্যই নয়- সমাজ ও দেশের জন্যও কল্যাণকর।

তিনি জানান, প্রতিদিন সংবাদপত্র বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়ে তার ভালোই চলে। একজন বেকার যবুক ইচ্ছে করলেই তার মতো পরিশ্রম করে কর্মসংস্থান তৈরি করতে পারে। ফিরিয়ে আনতে পারে সংসারের সচ্ছলতা। এই কাজটি করে আনিছুর তার সংসারের দরিদ্রতা মোচন করে কিছু টাকা সঞ্চয়ও করেছেন।

এক বছর হয়েছে বিয়ে করেছেন আনিছুর বাবা হওয়ার আগে সঞ্চয় করে নিজেকে তৈরি করতে চান এই পেপার বিক্রেতা।

এছাড়া সংবাদপত্র বিক্রির কাজটি তার ভালো লাগে। মানুষের কাছে খবর পৌঁছে দেয়া তার পেশার থেকে নেশা হয়ে গেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :