সুরেশ্বর দরবারে উরস বুধবার শুরু
শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:০২
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারে বুধবার থেকে সপ্তাহব্যাপী উরস শুরু হচ্ছে। তবে উরসের প্রধান দিবস বৃহস্পতিবার। এই উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত-মুরিদরা দরবারে আসতে শুরু করেছেন।
দরবার শরিফের গদিনসীন পীর সাইয়্যেদ বেলাল নূরী আল-সুরেশ্বরী বলেন, সুফিবাদের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার করে আত্মাকে শুদ্ধ করতে হবে। এই পবিত্র উরসে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানান তিনি।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)
মন্তব্য করুন