‘কিডনি রোগ মহামারী আকার ধারণ করতে পারে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:১৭

‘নীরব ঘাতক’ খ্যাত কিডনি রোগ মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। বলেছেন, কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে; এ ব্যাপারে কর্তৃপক্ষকে আরও বেশি সচেতন হতে হবে।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক মতবিনিময় সভায় চিকিৎসকেরা এসব কথা বলেন। শহীদ মিল্টন হলে ‘৫০০ তম সফল কিডনি প্রতিস্থাপন’ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চিকিৎসকেরা বলেন, বাংলাদেশে প্রয়োজনের তুলনায় কিডনি সংকট রয়েছে। এ কারণে মৃত ব্যক্তির কিডনি সংগ্রহ করতে হবে। তারা বলেন, পারিবারিক কিডনি দাতার সংখ্যা কমে যাওয়ায় এবং দাতার পরবর্তী শারীরিক জটিলতার কারণে দ্রুত কমে যাচ্ছে এর সংখ্যা। আক্রান্ত রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপনের জন্য মৃত ব্যক্তির কিডনি সংগ্রহ করার ওপর জোর দিতে হবে।

চিকিৎসকরা বলেন, কিডনি দাতার সংখ্যা বাড়াতে হলে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এছাড়া কিডনি দাতার সংখ্যা বাড়াতে আইনের সংশোধনের পাশাপাশি ‘ডোনার পোল’ এ পারিবারিক সদস্যদের অংশগ্রহণ বাড়াতে হবে বলেও উল্লেখ করেন তারা।

উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থাপিত এক প্রবন্ধে জানা যায়, বাংলাদেশে ক্রনিক কিডনি রোগের প্রকোপ বাড়ছে। শতকরা প্রায় ১৭ ভাগ লোক এই রোগে ভুগছে। এরমধ্যে প্রতিবছর ৩৫ হাজার রোগীর কিডনি স্থায়ীভাবে অকার্যকর হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সংক্রমণ ও অন্যান্য কারণে মানুষ ক্রনিক কিডনি রোগে ভুগছে।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে কিডনি প্রতিস্থাপনের সফলতার হার প্রথম পাঁচ বছর শতকরা ৮২ ভাগ যা উন্নত বিশ্বে শতকরা ৮৬ ভাগ। ক্রনিক কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। এখন থেকেই উদ্যোগ না নিলে কিডনি রোগ মহামারী আকার ধারণ করতে পারে।

বিএসএমএমইউ উপাচার্য ডা. কামরুল ইসলাম খান বলেন, মৃত ব্যক্তির দেহ থেকে কিডনি সংগ্রহ করা গেলে আক্রান্ত ব্যক্তির কিডনির প্রতিস্থাপন বাড়ানো যেতে পারে। এরজন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, প্রফেসর গোলাম কিবরিয়া, প্রফেসর এস কে খান, প্রফেসর এম এ ওয়াহাব, প্রফেসর শহীদুল ইসলাম সেলিম প্রমুখ বক্তৃতা করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :