ধর্ষণ রোধে আইন সংশোধনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধকল্পে সংক্রান্ত বিদ্যমান আইনগুলো সংশোধনের পরিকল্পনা রয়েছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য আমিনা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ রোধকল্পে এডভোকেসি প্রোগ্রামের আওতায় দেশব্যাপী ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

মেহের আফরোজ চুমকি বলেন, দেশব্যাপী নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবা প্রাপ্তির সুবিধার্থে দেশের ৪০টি জেলা সদর হাসপাতালে এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেল স্থাপন করা হয়েছে।

চুমকি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে। এই সেন্টারে টোল ফ্রি হেল্প লাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবার প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা এবং সহায়তা সম্পর্কে জানতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকের কভারে টোল ফ্রি হেল্প লাইন ১০৯২১ সন্নিবেশ করা হয়েছে। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্মার্ট ফোনে ব্যবহারযোগ্য মোবাইল অ্যাপস ‘জয়’ তৈরি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

নারীমেলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা