মেলায় আসছে আল হাদীর কবিতার বই ‘দ্বিতীয় সময়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৫:০২ | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৬

৩১৫টি ব্যতিক্রমধর্মী কবিতা নিয়ে বই প্রকাশ করেছেন আল হাদী। অমর একুশে বইমেলায় কবিতার বইটি পাঠকরা হাতে পাবেন।

প্রথম থেকে কবিতা না লিখলেও এখন নিয়মিত কবিতা লিখছেন আল হাদী। এর আগে ‘কাজিয়ার প্রস্তুতি’ নামক একটি নাটক, ‘প্রতিবেশী সময়’ নামের একটি কাব্যগ্রন্থ এবং ‘শ্রবণ অনুভূতি- ১, ২’ নামে দুটি বই প্রকাশ করেছেন আল হাদী।

গত বইমেলায় হাদীর ‘প্রতিবেশী সময়’ বইটি বেশ সাড়া ফেলেছিল। এবারের বই মেলায় ‘দ্বিতীয় সময়’ও পাঠকের হৃদয়ে জায়গা করে নেবে এমন প্রত্যাশা তার।

‘দ্বিতীয় সময়’ প্রকাশ করেছে প্রাচ্য প্রকাশনী। বইমেলায় কবিতার বইটি পাওয়া যাবে যুক্ত প্রকাশনীর ৬১৭ এবং ৬১৮ নম্বর স্টলে। বইটির মূল্য- ৩৫০ টাকা।

বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা এই বইটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘দ্বিতীয় সময় বইটি মানুষকে তার অনুভূতিতে নতুন প্রণোদনা গ্রহণ করতে সাহায্য করবে এবং পাঠকের অনুভূতি আরও সুচারু হতে গভীর প্রভাব সৃষ্টি করবে।’

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :