আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ২২:০৭

অবসরভাতা প্রাপ্তদের প্রায় ১৭কোটি টাকা আত্মসাতের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমনর কমিশন (দুদক)।

সোমবার ব্যাংক কর্মকর্তা মোতাহার হায়দার মোল্লাকে আখাউড়া উপজেলার সোনালী ব্যাংক কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

মোতাহার হায়দার মোল্লা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টনকী গ্রামের আবদুল কাহহার মোল্লার ছেলে।

দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার সোনালী ব্যাংক ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ২২ কর্মকর্তা মিলে অবসরভাতা প্রাপ্তদের ১৬ কোটি ছয় লাখ দুই হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুদক কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ২২জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন। আসামিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :