মসজিদে গুলি ও আগুনের ঘটনায় জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৭, ২২:২২

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ছয়জন মুসল্লি নিহত এবং গত মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ছয়জন মুসল্লি নিহত ও আটজন আহত হওয়া এবং গত ২৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়ার ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা উদ্বিগ্ন। দুটি উন্নত গণতান্ত্রিক দেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ ধরনের সন্ত্রাসী ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আল্লাহর ঘর মসজিদে বসে মুসলমানরা যাতে স্বাধীনভাবে নিরাপদে ইবাদত করতে পারে এর ব্যবস্থা নিশ্চিত করা সব দেশের সরকারেরই পবিত্র দায়িত্ব। বিশ্ববাসী আশা করে এ ধরনের সন্ত্রাস দমনের ব্যাপারে দুই দেশের সরকারই সফল হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি আশা করি কানাডার সরকার মসজিদে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার টেক্সাসের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়ার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এছাড়া এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

জামায়াত নেতা এই দুই ঘটনায় হতাহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :