‘ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেমের শিক্ষাও দিতে হবে’

মো. মুজাহিদুল ইসলাম নাঈম, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ০০:০৪ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৭, ০০:০০

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেমের শিক্ষাও দিতে বললেন বিশিষ্ট সমাজ সেবক, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি কুঠরাকান্দি দারুল উলুস ওয়াজেদিয়া মাদাসা ও এতিমখানায় মাদ্রাসার উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুর রহমান বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেমের শিক্ষাও দিতে হবে। তাদের জানতে হবে এ দেশ কীভাবে স্বাধীন হলো, কীভাবে বাংলাদেশের জন্ম হলো, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হলো, কারা দেশের জন্য জীবন দিয়েছিলেন, কারা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

‘ঢাকাটাইমস’ সম্পাদক আরও বলেন, ‘বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। টিকে থাকতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও দিতে হবে। তা না হলে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে থাকা যাবে না।’

আলফাডাঙ্গা ও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মাকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে যে উন্নয়ন হয় অন্য কোনো আমলে তা হয় না। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ্ যেন তাকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন।’

আলোচনা সভায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আক্তার আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আহসান উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হারেজ উদ্দিন আহমেদ, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, আওয়ামী লীগ মনোনীত গোপালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান, মাদ্রাসার উপদেষ্টা মো. মনিরুজ্জামান মনির।

এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :