ইসিতে নিয়োগ: সকাল ১১টায় পাঁচজনের নাম জমা দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১০:১১ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৭, ০৯:৫৪
ফাইল ছবি

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির কাছে নাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১১টায় কমিটিকে পাঁচজনের নামের তালিকা দেবে দলটি।

গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে রাত পৌনে একটার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, আমরা সার্চ কমিটির কাছে নাম দেয়ার বিষয়ে নিদ্ধান্ত নিয়েছি। এজন্য বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নাম প্রস্তাব করা হবে। সকাল ১১টায় রুহুল কবির রিজভী ও আবদুস সাত্তার বিএনপির পক্ষে এই তালিকা জমা দেবেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, জোটের শরিকরা পৃথকভাবে সার্চ কমিটির কাছে নাম জমা দেবে।

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য গত ২৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হলে তা নিয়ে সমালোচনা করে বিএনপি। কমিটির সদস্য সৈয়দ মনজুরুল ইসলাম ছাড়া বাকি সব সদস্যদের নিয়ে সমালোচনা করে দলটি। কমিটির কাছে নামের তালিকা দেবে কিনা এ নিয়ে গত রবিবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সোমবার সকালে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই বৈঠকের পর জোটশরিক এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ সাংবাদিকদের জানান, সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের বিষয়ে তাদের একমতে এসেছেন।

গতকাল রাতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর ফখরুল আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান, “আমরা বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা নাম প্রস্তাব করব। ২০ দলের শরিক দলগুলোর সাথেও আমরা কথা বলেছি। রাষ্ট্রপতি যাদের ডেকেছেন, তারা নিজেরা নিজেরা তাদের নামগুলো পৌছাবে।”

২০ দলের শরিক যে ছয়টি দল রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণ পেয়েছিল, সব দল আলাদাভাবে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে।

দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে তালিকা জমা দেবে বিএনপি। নামের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে একজন দল নিরপেক্ষ শ্রদ্ধেয় ব্যক্তিকে সুপারিশ করেছে দলটি। চার সদস্যের নির্বাচন কমিশনে একজন নারী সদস্যের নামও বিএনপির তালিকায় রয়েছে। তবে কাদের নাম দিবে তা নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :