এসএসসি পরীক্ষা

বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর সহজেই...

মো. মশিয়ার রহমান
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:০৯

মাঝখানে একটি দিন। তারপরই বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। আশা করছি সব পরীক্ষার্থীর প্রস্তুতি ভালো। আগামী ৫ ফেব্রুয়ারি রবিবার হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এখন তোমরা প্রথম পত্র নিয়ে ব্যস্ত। বৃহস্পতিবার পরীক্ষা শেষে বিকেল থেকেই নিশ্চয় দ্বিতীয় পত্র নিয়ে বসবে। শেষ সময়ের সেই প্রস্তুতির সহায়তায় জন্য বাংলা দ্বিতীয় পত্রের জন্য কিছু দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হলো।

বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে ৭০ নম্বর ও নৈর্ব্যক্তিক অভীক্ষা ৩০ নম্বর। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা। ৩০ নৈর্ব্যক্তিক ৩০ মিনিট এবং রচনামূলক অংশের জন্য ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাওয়া যাবে।

অনুচ্ছেদ :

পরীক্ষায় দুটি অনুচ্ছেদ থাকবে যে কোন একটি লিখতে হবে। নির্ধারিত নম্বর ১০।

কোনো বিষয়ে সুচিন্তিত বুদ্ধিদীপ্ত চেতনা একটি স্বল্প পরিসরে বাণীবদ্ধ করার প্রক্রিয়াকে অনুচ্ছেদ লিখন বলে। একটি প্যারাতে সাজিয়ে -গুছিয়ে সহজ সরল ভাষায় নির্ভূল বানানে নিজের মনের ভাব উপস্থাপন করবে। গুরুগম্ভীর জটিলতার প্রয়োজন নেই। ছোট ছোট বাক্যে তথ্য উপস্থাপন করতে হবে।

অনুচ্ছেদে উদাহরণ, দৃষ্টান্ত, যুক্তি, অলংকার উদ্বৃতির প্রয়োজন নেই। বিষয়ের মনে মনে ভূমিকা, মূল বক্তব্য, উপসংহার বিবেচনায় রেখে এক প্যারাতে লিখতে হবে।

সম্ভাব্য বিষয়

১. অতিথি পাখি

২. ইন্টারনেট

৩. একুশের বইমেলা

৪. বিশ্বায়ন

৫. ডিজিটাল বাংলাদেশ

৬. নারী শিক্ষা

৭. বৈশাখী মেলা

৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৯. মুক্তিযুদ্ধ যাদুঘর

১০.যানজট

১১. বর্ষণমুখর দিন

১২. বিজয় দিবস

১৩.বৃক্ষরোপণ অভিযান

১৪. ইন্টারনেট

১৫. বাংলা নববর্ষ

১৬.শীতের সকাল

১৭. বই পড়া

১৮. যৌতুক প্রথা

চিঠি/পত্র

পরীক্ষায় দুটি পত্র থাকবে যে কোনো একটি লিখতে হবে। নির্ধারিত নম্বর ১০। এখানে সাধারণত ব্যক্তিগতপত্র, আবেদনপত্র এবং সংবাদপত্রের একটি পত্র থাকে। চিঠিপত্র নিয়ম মেনে সুন্দর হাতের লেখায় লিখবে। তবে ব্যক্তিগতপত্রের চেয়ে আবেদনপত্র লেখাই বেশি সুবিধাজনক। কারণ তা স্বল্পায়তনের হয়ে থাকে। চিঠি/পত্রে যে নির্ধারিত নাম ও স্কুলের নাম উল্লেখ থাকবে তোমাকে অবশ্যই খাতায় সেটি ব্যবহার করতে হবে। চিঠি/পত্রে নিজের নাম কিংবা স্কুলের নাম লেখা বাঞ্ছনীয় নয়।

সম্ভাব্য বিষয়

১. তোমার দেখা একুশে বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।

২. কম্পিউটার শিক্ষার গুরত্ব বর্ণনা করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ।

৩. তোমার দেখা একটি ঐতিহাসিক স্থান পরিদর্শনের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ।

৪. একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।

৫. তোমার এলাকার বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের নিকট পত্র লেখ।

৬. তোমার সম্প্রতি পড়া কোন বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখ।

৭. বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোন ঐতিহাসিক স্থানে সফরে যাবার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের বরাবরে আবেদন পত্র লেখ।

৮. বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে যে দূর্ভোগ নেমে এসেছে তার প্রতিকার চেয়ে সংবাদ পত্রে প্রকাশোপযোগী একটি পত্র লেখ।

৯. যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক সংবাদপত্রে প্রকাশোপযোগী একটি পত্র লেখ।

১০. তোমার এলাকার বিদ্যুৎ বিভ্রাট ঘটার আশু প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশোপযোগী একটি পত্র লেখ।

সারাংশ বা সারমর্ম

পরীক্ষায় দুটি সারাংশ বা সারমর্ম থাকবে যে কোনো একটি লিখতে হবে। নির্ধারিত নম্বর ১০। গদ্যের আকারে সারাংশ আর কবিতার আকারে থাকে সারমর্ম। সারাংশ ও সারমর্ম সুন্দর হাতের লেখায় তিন থেকে চার বাক্যে শেষ করতে হয়। সারাংশ ও সারমর্ম মূলের এক তৃতীয় অংশ লিখতে হয়। কোনক্রমেই এটি বড় করে লেখা যাবে না।

সম্ভাব্য বিষয়

১. বিদ্যা মানুষের অমূল্য সম্পদ..............নিকট গমন বিধেয় নহে।

২. মাতৃস্নেহের তুলনা নাই...............রক্ষা করিতে ব্যপ্ত হয়।

৩. মানুষের সুন্দর মুখ দেখে..................পরাজিত করা সম্ভব নয়।

৪. মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী...........প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।

৫. আজকের দুনিয়াটা........................খুঁজলেই পাবে।

৬. অপরের জন্য তুমি প্রাণ..................গৌরব বোধ করেন।

৭. অতীতকে ভুলে যাও...........................নিজে বাঁচতে।

৮. সময় ও স্রোত কারও...........................আসবে না।

৯. অভাব আছে বলিয়া জগৎ..................জীবনের পরম ধর্ম।

১০. সার্থক জনম আমার................রেখে মুদব নয়ন শেষে।

১১. এসেছে নতুন শিশু....................... আমার দৃঢ় অঙ্গীকার।

১২. আমরা চলিব পশ্চাতে ফেলি .............জোর কদম চলরে চল।

১৩. দণ্ডিতের সাথে...............তুমি তার কাছে।

১৪. বহু দিন ধরে ........................একটি শিশির বিন্দু।

১৫. বসুমতি কেন তুমি .................. তাহে একেবারে ছাড়ে।

১৬. নিন্দুকের বাসি আমি............. পূর্ণ হতে তাহার কৃপা ভরে।

১৭. ছোট ছোট বালুকণা...............স্বর্গসুখ নিত্য দেয় আনি।

১৮. স্বাধীনতা স্পর্শমনি ....................স্বাধীনতার বলে।

১৯. হে দারিদ্র্য, তুমি আমার কাছে মহান.........হেরি মম কল্পলোক।

২০. বিশ্বজোড়া পাঠশালা......................সন্দেহ নেই মাত্র।

প্রতিবেদন

পরীক্ষায় দুটি প্রতিবেদন থাকবে যে কোন একটি লিখতে হবে। নির্ধারিত নম্বর ১০।

প্রতিবেদন হচ্ছে ইংরেজি “রিপোর্ট” শব্দের বাংলা প্রতিশব্দ। নিদির্ষ্ট কোন বিষয় সম্পর্কে প্রয়োজনীয় অনুসন্ধানের পর যে তথ্য বিবরণ লেখা, বা তৈরি করা হয় তাকে প্রতিবেদন বলে। প্রতিবেদন কাজের নির্দেশ, পরামর্শ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।

সম্ভাব্য বিষয়

১. তোমার স্কুলের বার্ষিক বিতর্ক/বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরি কর।

২. তোমার স্কুলে বাংলা নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর ।

৩. বিজয় দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরি কর ।

৪. রবীন্দ্র / নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ওপর একটি প্রতিবেদন তৈরি কর ।

৫. পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্যে চাই বৃক্ষরোপণ- এ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি কর ।

৬. ‘বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং’ বিষয়ক সংবাদ প্রতিবেদন তৈরি কর ।

৭. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন তৈরি কর ।

৮. ‘খাদ্যে ভেজাল ও তার প্রতিকার’ সম্পর্কে সংবাদ প্রতিবেদন তৈরি কর।

৯. কোন জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিক হিসেবে তোমার এলাকায় অনুষ্ঠিত “পাঠ্যপুস্তক উৎসব-২০১৭” এর ওপর একটি প্রতিবেদন তৈরি কর।

ভাবসম্প্রসারণ

পরীক্ষায় দুটি ভাবসম্প্রসারণ থাকবে যে কোনো একটি লিখতে হবে। নির্ধারিত নম্বর ১০। ভাবসম্প্রসারণ সাধারণত একটি গদ্য ও একটি কবিতা আকারে থাকে। কমপক্ষে তিনটি প্যারায় সুন্দর হাতের লেখায় লিখবে। ভাবসম্প্রসারণে কোন প্রকার ইংরেজী কোটেশন ব্যবহার করা যাবে না। তবে প্রাসঙ্গিগ উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করা যাবে। ভাবসম্প্রসারণে আয়তন নম্বর অনুপাতে হয়ে থাকে। এক্ষেত্রে ধরাবাধা কোন নিয়ম নেই। তবে মূলভাব বজায় রেখে এবং সময়ের সাথে সঙ্গতি রেখে লেখার পরিধি নির্ধারণ করতে হবে।

সম্ভাব্য বিষয়

১. গ্রন্থগত বিদ্যা আর ....................নহে ধন হলে প্রয়োজন।

২. বিশ্বে যা কিছু আছে...................... অর্ধেক তার নর।

৩. শৈবাল দীঘিরে বলে ....................ফোঁটা দিলেম শিশির।

৪. বিশ্রাম কাজের অঙ্গ..................... যেন নয়নের পাতা।

৫. স্বদেশের উপকারে ....................... পশু সেই জন।

৬. সংসার সাগরে ......................তার একমাত্র ভেলা।

৭. পাপীকে নয়, পাপকে ঘৃণা কর।

৮. র্দুজন বিদ্বান হলেই পরিতাজ্য।

৯. স্বাধীনতা অর্জনের ছেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

১০. কীর্তিমানের মৃত্যু নাই।

১১. প্রাণ থাকিলে প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না।

১২. স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভাল।

১৩. বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

১৪. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

১৫. আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

১৬. দুর্নীতি জাতীয় জীবনে সকল উন্নতির অন্তরায়।

১৭. আলো বলে, অন্ধকার, ‘তুই বড় কালো’

অন্ধকার বলে, ভাই, ‘তাই তুমি আলো’।

প্রবন্ধ রচনা

তিনটি বিষয়ের নাম উল্লেখ করা থাকবে। যে কোন একটি বিষয় অবলম্বণে প্রবন্ধ রচনা করতে হবে। নির্ধারিত নম্বর ২০। প্রবন্ধ রচনার কোন নির্ধারিত আকার আয়তন নেই। এখানে বিষয় সংশ্লিষ্ট লোকেশন এবং কবিতার লাইন ব্যবহার রচনাকে আর বেশি আর্কষণীয় করে তোলে। অন্য সব প্রশ্নের উত্তর শেষে রচনাই লেখা ভাল।

সম্ভাব্য বিষয়

১. অধ্যবসায়

২. কৃষিকাজে বিজ্ঞান

৩. স্বদেশপ্রেম

৪. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা

৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য

৬. বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ ও তার প্রতিকার

৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধ

৮. সমাজ উন্নয়নে ছাত্রসমাজের ভূমিকা/ জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা

৯. মানব কল্যাণে বিজ্ঞান

১০. সংবাদপত্র

১১. বাংলাদেশের ষড়ঋতু

১২. বর্ষায় বাংলাদেশ

বহুনির্বাচনী অভীক্ষা

৩০ টি বহুনির্বাচনী অভীক্ষা থাকবে। প্রতিটি প্রশ্নে সঠিক উত্তরে সরবরাহকৃত উত্তর পত্রে কালো কালির বল পয়েন্ট ভরাট করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১ করে সর্বমোট ৩০ নম্বর। “বাংলা ভাষার ব্যাকরণ” বই থেকে বহুনির্বাচনী অভীক্ষা আসবে। এ বইটি ভালভাবে অনুশীলন করলে এ অংশে ভালো করা সম্ভব। নির্মিতি অংশ থেকে থাকবে বাগধারা, বাক্য সংকোচন, প্রবাদ-প্রবচন।

মো. মশিয়ার রহমান : সহকারী শিক্ষক (বাংলা), বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা।

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমআর/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :