ঠাকুরগাঁওয়ে আরেক দফা শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৩

ঠাকুরগাঁওয়ে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। নিতান্ত প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে মঙ্গলবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। চারদিক ছিল কুয়াশায় আচ্ছন্ন। রাতে ও বুধবার সকালে বৃষ্টির মতো ঝির ঝির করে কুয়াশা ঝরতে দেখা যায়। এতে ঠান্ডার তীব্রতা আরো বেড়ে যায়।

ঠান্ডার কারণে আদিবাসী, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না। ফলে সন্তান-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে তারা। শীত নিবারণে নিম্নআয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে বাঁচার চেষ্টা করছে।

এদিকে রাস্তাঘাট কুয়াশায় আচ্ছন্ন থাকায় বিভিন্ন যানবাহন দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

ঠাকুরগাঁওয়ে বাতাসের আর্দ্রতা পরিমাপের কোন আবহাওয়া অফিস স্থাপিত না হলেও কৃষি বিভাগ জানায়, এখানে বাতাসের আদ্রতা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের মাঝে সর্দি কাশি ও নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে গেছে। হাসপাতালে শিশুদের জন্য ১৮টি আসন বরাদ্দ থাকলেও আসন সংখ্যার চাইতে অতিরিক্ত চার-পাঁচ গুণ বেশি শিশু রোগী ভর্তি হয়েছে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :