ভাষার মাসে শহীদ সালামের নামে প্রাথমিক বিদ্যালয়

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৬ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৪২

ভাষা শহীদ আবদুস সালামের নামে লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সালামের জন্মস্থান দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের নাম ‘সালামনগর’ করা হয়। তার স্মৃতি রক্ষায় সালামনগরে গ্রন্থাগার ও জাদুঘর স্থাপন করা হয়। এরপর প্রতিবছর ২১ ফেব্রুয়ারি এলেই সালামের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টির নাম পরিবতনের দাবি উঠলেও তা আর হয়নি।

দীর্ঘদিন পর বুধবার সকালে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বিদ্যালয়টির নাম পরিবর্তনে সরকারি সিদ্ধান্তের কথা তার ব্যক্তিগত ফেসবুকে জানিয়েছেন।

ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন শহীদ সালামের নামে বিদ্যালয়টির নামকরণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে তিনি সালামনগর সড়কটি সংস্কারের দাবি জানান।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :