হবিগঞ্জে স্কুলছাত্র তৌকির হত্যায় ৫ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৯

হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র তৌকির হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মাফরোজা পারভীন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা শহরের শ্যামলী এলাকার হেলাল উদ্দিন তুর্কি, নাতিরাবাদ এলাকার রনি, ইনাতাবাদ এলাকার সাদ্দাম, একই এলাকার নিয়াজ এবং নাতিরাবাদ এলাকার আক্তার মিয়া। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বিকালে তুচ্ছ ঘটনা নিয়ে শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে স্কুলছাত্র তৌকিরকে ছুরিকাঘাত হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত তৌকিরের পিতা আব্দুল বারিক সদর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচার বুধবার এ রায় দেয়া হয়।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত তুর্কি, রনি ও সাদ্দাম পলাতক এবং নিয়াজ ও আক্তার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদী আব্দুল বারিক জানান, রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করে দ্রুত উচ্চ আদালতে আপিল করব।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল খয়ের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :