চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কণিকা হত্যায় মালেকের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৮

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী কণিকা রাণী ঘোষ হত্যা মামলায় আসামি আব্দুল মালেককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে ২০১৬ সালের ২৭ মে দশম শ্রেণীর স্কুলছাত্রী কণিকা রানী ঘোষ ও অপর তিন সহপাঠী তানজিমা খাতুন, মরিয়ম খাতুন ও তারিন খাতুন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বখাটে আব্দুল মালেক পেছন থেকে এলোপাথাড়িভাবে হাসুয়ার কোপে তাদের গুরুতর আহত করে। আহতদের সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় কনিকা রানী ঘোষ। এ সময় গুরুতর আহত হয় অপর তিন সহপাঠী তানজিমা খাতুন, মরিয়ম খাতুন ও তারিন খাতুন।

এ ঘটনায় কণিকার মা অঞ্জলী রানী ঘোষ ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার এই রায় দেন হাকিম।

এদিকে, এই রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলী, নিহত কণিকার মা ও আহত অপর তিন সহপাঠী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :