চাঁদপুরে ইয়াবাসহ আ.লীগ নেতা আটক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আলমগীর হোসেন ওরফে বোল্ডার আলমগীর (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার ৩ নং কালচোঁ ইউনিয়নের তারাপাল্লা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বোল্ডার আলমগীর তারাপাল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের তালুকদার বাড়ির আতিক উল্লার ছেলে।
থানার উপ-পরিদর্শক আনোয়ার কামাল হারুন জানান, আলমগীরের কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
তার ভাষ্যমতে, ‘ওই গ্রামের মাদক বিক্রেতা কবিরের কাছ থেকে ইয়াবা এনে মাদক বিক্রেতা জাহাঙ্গীর তালুকদার ও জহিরকে দেয়ার কথা ছিল।’
তার বিররুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম এলএলবি।
(ঢাকাটাইমস/০১জানুয়ারি/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন