ভৈরবে প্রাণিসম্পদ কর্মকর্তার বাসায় ডাকাতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০০

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের স্টেডিয়াম পাড়ায় এক সরকারি কর্মকর্তার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ ২০ হাজার টাকা ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার ভোরে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ভোরে শহরের স্টেডিয়াম পাড়ার ‘জজ মিয়া ভবনের’ তৃতীয় তলার ভাড়াটিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদের বাসায় একদল ডাকাত হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের লোকজনদের বেঁধে ও জিম্মি করে টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটে নেয়। ডাকাতরা চলে যাবার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এসে ছুটে এসে তাদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মোকলেসুর রহমান বলেন ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

(ঢাকাটাইমস/২ফেব্রূযারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :