ভাষার মাসে কে-ক্র্যাফ্ট

ফিচার ডেস্ক , ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩

একুশে কে-ক্র্যাফ্টের আয়োজন। একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার। পোশাকের অবয়ব অলংকরণে নানাভাবে বর্ণমালাকে মোটিফ হিসাবে ব্যবহার করা হয়েছে।

বর্ণ ও শব্দমালার বিন্যাসে আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবংঅন্যান্য গর্বের বিষয়সমূহ ফুটিয়ে তোলাহয়েছে।

রংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে শোক এর কালো, সূর্যের লাল, বিষন্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক- সাদার সমতলে।

একুশের এই সংগ্রহে থাকছে; নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, কটি, টপ্স, স্কার্ট, শার্ট, পাঞ্জাবী, টি-শার্ট, বাচ্চাদের পোশাকসহ নানা উপহারসামগ্রী।

পোশাকের ডিজাইনে, কাটে, প্যাটার্নে, ফিনিশিংয়ে- কম্পোজিশন, কালার এ থাকছে একুশের মর্যাদা ও শ্রদ্ধা।

আর এ পণ্য সম্ভারের যৌক্তিক মূল্যসীমা ক্রেতাদের দেবে বাড়তি স্বাচ্ছন্দ। এছাড়া রয়েছে যুগল ফ্যামিলি পোশাকের বিশাল সমাহার।

আর এই বিশেষপোশাক গুলো পাওয়া যাচ্ছে- কে ক্র্যাফ্টের প্রতিটি আউটলেটে।

ঢাকাটাইমস/০২ফেব্রয়ারি/টিএ

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :