গজারিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৪

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহিদুজ্জামান জুয়েল ও তার সহোদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মন্টুসহ চার সহযোগীর নামোল্লেখ ও অজ্ঞাত সাত-আট জনের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদা দাবির অভিযোগে মামলা রুজু করেছেন এক ব্যবসায়ী।

গত বুধবার রাতে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান জুয়েল তার সহোদর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মন্টু ও তার অনুগত সুজন, সুমন ও বাবুর বিরুদ্ধে অশ্লীল ভাষায় হুমকি দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে পৃথক একটি সাধারণ ডায়েরি করেছেন বালুয়াকান্দির ছোটরায় পাড়ায় অবস্থিত এএম অটো ব্রিকস (ইটের ভাটার) ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান শেখ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেদায়াতউল্লাহ ভূঞা মামলা ও সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগের বিষয়ে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান জানান, আমাকে ব্যবসায়িক পার্টনার করার কথা দিয়ে আমার কাছ থেকে দশ লাখ টাকা নেয় আব্দুস সাত্তার প্রায় দুই মাস আগে। আমাকে বিনিয়োগ করা টাকার লভ্যাংশ না দেয়ায় আমি টাকা ফেরত চাওয়া মামলা করেছে।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :