মাধবপুরে ৩ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইজারা বহির্ভূত কোয়ারি ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে। অপরিকল্পিতভাবে জমি থেকে বালু উত্তোলন করায় কৃষি জমি হ্রাস পাওয়াসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সরকারও কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহষ্পতিবার সকালে ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দেবপুর থেকে বালু পাচারের সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা টিনা পাল অভিযান চালিয়ে ৩ হাজার ঘনফুট অবৈধবালু জব্দ করেছে।

জানা গেছে, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাপানিয়া, রসুলপুর, সুলতানপুর, নিজনগর, মালঞ্চপুর, মনতলা, শাহপুর, সাতছড়ি জাতীয় উদ্যান এলাকা, সুরমা চা বাগান, কিবরিয়াবাদ ছড়া, মাধবপুর সংলগ্ন শেউলিয়া ব্রিজ, তেলিয়াপাড়া চা বাগান, ভান্ডারুয়া, ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দেবপুর থেকে ড্রেজার মেশিন ফেলে অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

মাধবপুর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, যেখান থেকেই অবৈধভাবে বালু উত্তোলন খবর পেয়ে উল্লেখিত বালু জব্দ করেছি। অবৈধ বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২ফ্রেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :