চুয়াডাঙ্গায় ডাকাতের হামলায় আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৫ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৩

চুয়াডাঙ্গা শহরের নীলার মোড় এলাকার একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে খেলনা পিস্তলসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাড়ির গৃহকর্তা ঝন্টু তরফদার, গৃহকর্তী সেলিনা তরফদার ও তাদের মেয়ে ফাহমিদা তরফদার।

জানা গেছে, রাতে সেলিনা ও ফাহমিদাকে পেটানোর পর তাদের হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটপাট করতে থাকে ডাকাতরা। এক পর্যায়ে বাড়ির গৃহকর্তা ঝন্টু তরফদার বাড়িতে ঢুকে ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে প্রতিবেশীরা ছুটে এসে মৃনাল নামে এক ডাকাত সদস্যকে খেলনা পিস্তলসহ আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় আটক ডাকাতকে গণধোলাই দেয় স্থানীয়রা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃনালকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :